• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগে ব্যস্ত একাধিক প্রার্থী

  • ''
  • প্রকাশিত ২৬ ফেব্রুয়ারি ২০২৪

পীরগঞ্জ প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনেচ্ছুক সম্ভাব্য প্রার্থীরা। নিজের প্রার্থীতা জানান দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দিচ্ছেন কেউ কেউ। আবার কারো পক্ষে ফেসবুকে ছবি পোষ্ট করে দোয়া চাইছেন তার কর্মী, সমর্থকরা। এছাড়া শহর ও গ্রামীন হাট-বাজারে গিয়ে ভোটারদের সাথে হাত মিলিয়ে, আলিঙ্গন করে দোয়া চাইছেন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনেচ্ছুক এসব প্রার্থীরা। এতে সরব হয়ে উঠতে শুরু করেছেন ভোটাররাও।

এবার স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলগের দলীয় প্রতীক ও সমর্থন না থাকায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী দলীয় সমর্থন পেতে লবিং, তদ্বির শুরু করেছেন। আওয়ামীলীগের জেলা ও কেন্দ্রের হেবিওয়েট নেতাদের সাথে দেখা করে ফেসবুকে নেতার সাথে সাক্ষাতের ছবি পোষ্ট করছেন নির্বাচনে অংশগ্রহেনুচ্ছুক অনেক প্রার্থী। এরমধ্যে রয়েছেন বর্তমান ও সাবেক নেতাকর্মীর পাশাপাশি তরুনরাও। এতে সম্ভাব্য প্রার্থীদের দৌড় ঝাঁপ বাড়ছে জেলা ও কেন্দ্রে। নির্বাচনের তফসিল ঘোষনার পূর্বেই প্রার্থীদের গণসংযোগে সরব হয়ে উঠতে শুরু করেছে তৃনমূল নেতা-কর্মীরা। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার প্রচারনায় কোন বিধি নিষেধ না থাকায় তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হয় নির্বাচন। উপজেলা পরিষদ নির্বাচনও একই আদলে অনুষ্ঠিত হওয়ার আভাসে দলীয় নেতা কর্মীদের কোন বাঁধা নেই তাদের পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনায় যুক্ত হতে। ফলে উপজেলা পরিষদ নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হওয়ার ইঙ্গিত মিলছে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে। তবে উপজেলা পরিষদ নির্বাচনেও মাঠে নেই বিএনপি। জাতীয় পর্টি ও জাসদ আলোচনায় থাকলেও নাই তৃনমূল বিএনপি সহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া অন্য কোন রাজনৈতিক দলও।

উপজেলার তৃনমূল এলাকার একাধিক ভোটারের সাথে কথা বলে জানা গেছে, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহেনুচ্ছুক প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দোয়া চাইছেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক ২ বারের সাংসদ ও দুইবারের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল, জেলা আওয়ামীলীগ আহ্বায়ক শাহাদৎ হোসেন বকুল,উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক মোকাররম হোসেন চৌধুরী জাহাঙ্গীর, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি হাজী শরিফ, জাতীয় পার্টি থেকে নুওে আলম যাদু, জাসদ নেতা সাদা মিয়া, স্বতন্ত্র এমপি প্রতিদন্দ্বিতা কারী তাকিয়া জাহান চৌধুরী। ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আবু আযাদ বাবলু, সাবেক ছাত্রলীগ নেতা সালমান সিরাজ রিজু, মোঃ সাগর মিয়া। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনেচ্ছুক প্রার্থীদের তালিকায় রয়েছেন উপজেলা আওয়ামীলীগের ধর্মীয় বিষয়ক সম্পাদিকা ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রীনা , আওয়ামীলী নেত্রী আকতার বানু লিপি,যুব মহিলা লীগ নেত্রী ইতি রানী, মহিলা আওয়ামীলীগের নেত্রী শিখা আকতার।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ মার্চ পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে ১১ মে নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী অনুষ্ঠিত হবে। এবারে চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ (শেষ) ধাপের ভোট হবে ২৫ মে।


মে মাসের ১১ তারিখ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ভোট সংখ্যা ৩ লক্ষ ২৯ হাজার ৭৫৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬৪ হাজার ২৫৪, মহিলা ভোটার ১ লক্ষ ৬৫ হাজার ৪৯৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪ জন।

 

/মামুন

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads